August 3, 2025

৮২২কেজি গাঁজা উদ্ধার,গ্রেপ্তার এক!!

 ৮২২কেজি গাঁজা উদ্ধার,গ্রেপ্তার এক!!

দৈনিক সংবাদ অনলাইন, খোয়াই।। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে খোয়াই থানা ও বাইজাল বাড়ি ফারি থানার যৌথ প্রচেষ্টায় ৮২২ কেজি গাঁজা উদ্ধার হয়। গাঁজাগুলো WB11E-1109 নাম্বারের একটি মালবাহী ট্রাকের গোপন জায়গা থেকে উদ্ধার করা হয়।

গাড়িটি আগরতলা থেকে খোয়াই হয়ে ধর্মনগর যাচ্ছিল। পুলিশ এই গাঁজাগুলো আটক করার পাশাপাশি গাড়ি চালকেও আটক করেছে। গাড়ি চালকের নাম লক্ষী চরণ সিনহা তার বাড়ি দামছড়া এলাকায়। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গাড়িটি পশ্চিম বাংলার। গাড়ির ভেতরে মোট ৯৬ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *