August 1, 2025

৭ হাজার ফুট থেকে ঝাঁপ দিয়ে ইতিহাস রচনা শতায়ু মহিলার!!

 ৭ হাজার ফুট থেকে ঝাঁপ দিয়ে ইতিহাস রচনা শতায়ু মহিলার!!

অনলাইন প্রতিনিধি :-বয়স যে নিছকই একটি সংখ্যা, বহু মানুষ, বহু সময়ে তার প্রমাণ দিয়েছেন।এবার যেমন দিলেন মানেত্তি বেইলি।তার বয়স ১০২ বছর।বিশ্বের শতায়ু মানুষদের মধ্যে তিনি সেই বিরলতম যিনি এই বয়সে ৭ হাজার ফুট উঁচু থেকে প্যারাসুট সম্বল করে নিচে স্কাইডাইভ দিয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন।যেদিন তিনি এ-হেন দুঃসাহিক অভিযানে নামেন,সেদিন শ্রীমতী বেইলির ১০২তম জন্মদিন ছিল। সমাজের দাতব্য কাজে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে শতায়ু বৃদ্ধা জীবনের পূর্ণ ঝুঁকি নিয়ে এমন দুঃসাহসিক কাজটি করেছেন।ইংল্যান্ডের প্রিন্স অফ ওয়েলস মানেত্তি বেইলিকে অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছেন।শতায়ু এই নারীর জন্য স্কাইডাইভের আয়োজন করেছিল বিসিলস এয়ারফিল্ড।ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানেত্তি বেইলির যুগান্তকারী স্কাইডাইভের একটি ভিডিয়ো পোস্ট করেছে।
শ্রীমতী বেইলি এর আগে, নিজের শততম জন্মদিবসে ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) গতিবেগে ফেরারি গাড়ি চালিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্য সূত্রে খবর, ঝাঁপ দেওয়ার পর দিব্যি সুস্থ আছেন শতায়ু। তিনি বলেছেন, ‘আশা করি, আমাকে দেখে বাকি প্রবীণেরা জীবনে কর্মক্ষম থাকার প্রেরণা পাবেন।’
মানেত্তি, বেইলির নিবাস পূর্ব ইংল্যান্ডের বেনহিল গ্রিন এলাকায়।গত রবিবার একজন সহায়তাকারীকে সঙ্গে নিয়ে ২ হাজার ১০০ মিটার বা ৬,৯০০ ফুট উঁচু থেকে বিমানের দরজা খুলে ঝাঁপ দেন তিনি। নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে কী, শুরুতে আমি কিছুটা ভয় পেয়ে গেছিলাম।’ আরও বলেন, ‘ঝাঁপ দেওয়ার সময় চোখ বন্ধ করে ফেলেছিলাম।’
নিজের ১০২তম জন্মদিনে এমন অর্জনের পর বিবিসি রেডিওকে এই শ্রীমতি বেনেত্তি বলেন, ‘যারা ৮০ থেকে ৯০ বছরের দিকে এগিয়ে যাচ্ছেন, তারা যাতে কাজকর্ম ছেড়ে না দেন, নিজের কর্মের মধ্যে দিতে আমি তাদের এই বার্তাই দিতে চাই।’ বেনেত্তি বিবিসিকে জানান, তার এক বন্ধুর ৮৫ বছর বয়সি বাবার স্কাইডাইভের গল্প শুনে এ বিষয়ে তিনি আগ্রহী হয়ে ওঠেন।বেনেত্তি বলেন, ‘যদি ৮৫ বছরের একজন প্রবীণ ব্যক্তি এটা করতে পারেন, তাহলে আমিও পারব, এই প্রত্যয় থেকেই ঝুঁকিটা নিয়েছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *