August 2, 2025

৭ম স্থান পেলো রাজ্যদল!!

 ৭ম স্থান পেলো রাজ্যদল!!

অনলাইন প্রতিনিধি :-ওড়িশায় সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় যোগা কম্পিটিশনে সপ্তম স্থান নিয়ে ঘরে ফিরছে ত্রিপুরা বিশ্বদ্যালয়ের মহিলা টিম। গত ২৫-২৭ ডিসেম্বর ওড়িশার ভুবনেশ্বরের কিট বিদ্যালয়ে হয়েছে এই যোগাসন চ্যাম্পিয়নশিপ।যেখানে দুটি জোনের থেকে অংশগ্রহণকারী ৩২ টি টিমের মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহিলা টিম সপ্তম স্থান অর্জন করে।যেখানে প্রথম পজিশন পায় কালিকুট ইউনিভার্সিটি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে কিট ইউনির্ভাসিটি ও কল্যাণী ইউনিভার্সিটি।এর আগে গত ২১-২৪ ডিসেম্বর একই ভেন্যুতে নর্থইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি যোগাসন চ্যাম্পিয়নশিপ হয়।যেখানে ছেলে ও মেয়ে উভয় বিভাগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় টিম অংশগ্রহণ করে। উভয় টিমে ছয় জন করে খেলোয়াড় ছিল।মোট ৭২ টি টিম তাতে অংশ নেয়।এরমধ্যে ছেলেরা পজিশন ধরে রাখতে না পারলেও মেয়েদের বিভাগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় টিম ১১ নম্বর পজিশন পেয়ে অল ইন্ডিয়া কাল ইন্টার ইউনিভার্সিটি মিটে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। যেখানে প্রথম ১৬ নম্বর পজিশনে থাকা টিমগুলো একমাত্র অল ইন্ডিয়া মিটে খেলার যোগ্যতা অর্জন করে। নর্থইস্ট জোন এবং অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি যোগাসন চ্যাম্পিয়নশিপে এই সাফল্যের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহিলা টিমটাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেন ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের সচিব প্রশান্ত দাস।ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তরফে এখবর জানান মধুমানিক লোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *