৭দশমিক কম্পনের মাত্রায় কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ!!

অনলাইন প্রতিনিধি :-জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ। সোমবার সকালে দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৬.৫। তবে জার্মানির ভূকম্পন জরিপ সংস্থার দাবি, কম্পনের মাত্রা ছিল আরও বেশি। তাদের হিসাবে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার কম্পন অনভূত হয়েছে তানিমবার দ্বীপপুঞ্জে। তবে মাঝসমুদ্রের ওই কম্পনে সুনামির কোনও সতর্কতা এখনও জারি হয়নি।