August 2, 2025

৬জুন বিশ্বের উচ্চতম রেল ব্রিজের উদ্বোধন!!

 ৬জুন বিশ্বের উচ্চতম রেল ব্রিজের উদ্বোধন!!

অনলাইন প্রতিনিধি :-অবশেষে অপেক্ষার অবসান। দুই দশকেরও বেশি সময় পরে শুক্রবার উদ্বোধন হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল ব্রিজের। ৬ জুন জম্মু-কাশ্মীরে উদ্বোধন হতে চলেছে চেনাব ব্রিজের। এর পাশাপাশি কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসও উদ্ধোধন হবে। এর ফলে কাশ্মীরের পর্যটন চিত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। ভূপৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত চেনাব ব্রিজটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রজেক্টের অংশ। ২০০৩ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার চেনাব ব্রিজ তৈরির অনুমোদন দিয়েছিল।এই ব্রিজের উচ্চতা প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে লম্বায় ৩৫ মিটার বেশি এবং কুতুব মিনারের চেয়ে লম্বায় পাঁচগুণ বেশি। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে সেতুটি। এটি তৈরিতে ২৮ হাজার ৬৬০ মেগাটন স্টিল ব্যবহার হয়েছে। ১.৩১ কিলোমিটার লম্বা ব্রিজটি তৈরি করতে ব্যায় হয়েছে ১৪৮৬ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *