৩৭ বছর বাদে ভয়াবহ বন্যা পাঞ্জাবে,ভাসছে ২৩ জেলা মৃত বেড়ে ৩৭!!
৫০০ ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার!!

Drone white color flying close-up. taken from below while the sky is clear. 3D Render.
অনলাইন প্রতিনিধি :- সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবারই শেষ হয়েছে সেই বৈঠক। তবে এখনও চিনেই রয়েছেন রুশ প্রেসিডেন্ট। এর মধ্যেই ৫০০ ড্রোন নিয়ে ইউক্রেনে বড়সড় হামলা চালাল রাশিয়া। এর জেরে প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংস হয়ে গিয়েছে প্রচুর বাড়িঘর। বুধবার এমনটাই দাবি করেছে কিয়েভ।ইউক্রেনের সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দেশের পশ্চিমাংশের বিভিন্ন এলাকায় ৫০২টি ড্রোন এবং ২৪টি মিসাইল নিয়ে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এর জেরে কোনও মৃত্যুর খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন বহু মানুষ। ধূলীসাৎ হয়ে গিয়েছে অসংখ্য বাড়িঘর। জানা গিয়েছে, রাজধানী কিয়েভ, লিভিভ-সহ একাধিক জায়গায় সাইরেন রাতভর বেজেছে সাইরেন। আতঙ্কে ঘর ছাড়েন বহু মানুষ।