August 2, 2025

৪ কোটি টাকা দিলেই মন্ত্রিপদ, অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ফোন!!

 ৪ কোটি টাকা দিলেই মন্ত্রিপদ, অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ফোন!!

অনলাইন প্রতিনিধি :-মণিপুরে বিরাট প্রতারণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের সাথে প্রতারণার ফাঁদ। প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা রাজ্যের বিধায়কদের ফোন করত। নিজের পরিচয় দিত অমিত শাহের ছেলে জয় শাহ হিসাবে। বলত, ৪ কোটি টাকা দিলেই মণিপুরের মন্ত্রী করে দেওয়া হবে।কয়েকজন বিধায়ক প্রলোভনের ফাঁদে পা-ও দিয়েছেন। সব মিলিয়ে ৪ কোটি টাকার প্রতারণা হয়েছে। পরে এক বিধায়ক পুলিশে অভিযোগ জানাতেই এফআইআর দায়ের হয়। পুলিশ ভারতীয় ন্যয় সংহিতার ৩১৮(৪) প্রতারণা, ৩১৯(২) ধারায় মামলা দায়ের করেছে।ইম্ফল পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন প্রিয়াংশু পন্থ (১৯), উভেশ আহমেদ (১৯) ও গৌরব নাথ (১৯)। প্রিয়াংশু ও গৌরব দিল্লির বাসিন্দা, প্রতারকরা প্রত্যেকেই উত্তর প্রদেশের বাসিন্দা। ধৃতদের দিল্লিতে আনা হয়েছে জেরার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *