September 5, 2025

৩৭ বছর বাদে ভয়াবহ বন্যা পাঞ্জাবে,ভাসছে ২৩ জেলা মৃত বেড়ে ৩৭!!

 ৩৭ বছর বাদে ভয়াবহ বন্যা পাঞ্জাবে,ভাসছে ২৩ জেলা মৃত বেড়ে ৩৭!!

অনলাইন প্রতিনিধি :- ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় রাজ্যজুড়ে এক ভয়ংকর দুর্যোগ দেখা দিয়েছে, যা গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যা বলে দাবী করা হচ্ছে। ১৯৮৮ সালের পর থেকে এত বড় ক্ষয়ক্ষতির নজির পাওয়া যায়নি। এখন পর্যন্ত অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে, পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের ২৩টি জেলা পানিতে তলিয়ে গেছে, প্রায় সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং দেড় হাজারেরও বেশি গ্রাম জলের নিচে তলিয়ে গেছে। হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। কোথাও কোথাও ৮ থেকে ১০ ফুট পর্যন্ত পানি জমে যাওয়ায় মানুষকে নৌকা দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ফসলি জমির বিরাট অংশ নষ্ট হয়ে গেছে, সরকারের হিসাব অনুযায়ী অন্তত ১.৪৮ হেক্টর জমির ফলন সম্পূর্ণ ধ্বংস।রাজ্যের মুখ্যমন্ত্রী ভাগবত মান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দেশবাসীর কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন। বিনোদন জগতের অনেক তারকাই পাশে দাঁড়িয়েছেন। গায়ক দিলজিৎ দোসাঞ্জ গুরদাসপুর ও অমৃতসরের অন্তত ১০টি গ্রাম দত্তক নিয়েছেন এবং ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *