৩৪টি মানববোমা, আতঙ্কে কাঁপছে বাণিজ্যনগরী!!

অনলাইন প্রতিনিধি :- ফের মুম্বইয়ে জঙ্গি হামলার ছক! শুক্রবার সকালে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমার রাখার হুমকি আসে।শহরজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে। গোটা মুম্বইকে কাঁপিয়ে বিস্ফোরণ ঘটাবে অন্তত ৪০০ কেজি আরডিএক্স। এই খবর পাওয়ার পরেই গোটা মুম্বইজুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। বোমার খোঁজে চলছে তল্লাশি। মুম্বইজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফ থেকে এই হুমকি দেওয়া হয়েছে।