August 3, 2025

৩৩ তম শিল্প ও বাণিজ্য মেলা!!

 ৩৩ তম শিল্প ও বাণিজ্য মেলা!!

বর্তমান সরকার রাজ্যের শিল্প ও কারখানার উন্নতির জন্য কাজ করছে। এই মেলা শুধু লোক সমাগমের জায়গাই নয়, লোকদের মধ্যে যাতে নতুন করে কাজ করার জন্য আগ্রহ সৃষ্টি হয় এই চেষ্টা করছে সরকার। এখন রাজ্যের শিক্ষিত মানুষের মধ্যে ছোটখাটো কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ তৈরী হচ্ছে। সরকারও তাদের সব ধরনের সহযোগিতা করছে। শনিবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ত্রিপুরা সরকারের শিল্প ও বানিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত ৩৩ তম শিল্প ও বাণিজ্যিক মেলার উদ্বোধন করে এই কথাগুলি বলেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, বাধারঘাটের বিধায়িকা মিমি মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপস্থিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ৩১০টিরও বেশী স্টল রয়েছে এবছরের মেলায়। স্টল গুলি ত্রিপুরা রাজ্যের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশ থেকে এসেছে। সেই সঙ্গে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর তাদের উন্নয়নমূলক কাজকর্মের বিষয়গুলি স্টলের মধ্যমে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *