শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬

৩০ জন আশাকর্মীকে ই-সাইকেল প্রদান,আশাকর্মীরাই সমাজের প্রকৃত যোদ্ধা: রতন নাথ!!

 ৩০ জন আশাকর্মীকে ই-সাইকেল প্রদান,আশাকর্মীরাই সমাজের প্রকৃত যোদ্ধা: রতন নাথ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে নিরলসভাবে কাজ করছে এবং এই লক্ষ্যেই দেশ সেরা রাজ্য হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। বৃহস্পতিবার আগরতলায় টিএসইসিএল কর্পোরেট অফিসে ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি (বিইই) এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন আশা ফ্যাসিলিটেটরের মধ্যে ই-বাইসাইকেল বিতরণকালে মন্ত্রী এই
কথা বলেন।বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনীয়ারদের প্রশংসা করে মন্ত্রী বলেন, তারা অত্যন্ত দক্ষ ও দায়িত্বশীল। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিদ্যুৎ ছাড়া কোনও কাজই সম্ভব নয়। তাই আমাদের পরিষ্কার ও সবুজ শক্তির দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সৌরশক্তির মাধ্যমে আমরা ইতিমধ্যেই ২৫টি গ্রামে জল সরবরাহ নিশ্চিত করেছি।এখন সৌরশক্তির ওপর আরও বেশি জোর দেওয়া হচ্ছে।আমরা দাবি করছি না যে বিদ্যুৎ সরবরাহে আমরা দেশের এক নম্বরে আছি, তবে বর্তমানে ত্রিপুরা চতুর্থ স্থানে রয়েছে।
 আমাদের মূল লক্ষ্য হলো সঠিক ও ২৪x৭ বিদ্যুৎ পরিষেবা দিয়ে দেশ সেরা রাজ্যে পরিণত হওয়া। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, জলবিদ্যুৎ উৎপাদনে প্রতি মেগাওয়াটে ৭ থেকে ২০ কোটি টাকা খরচ হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে লাগে ৫ থেকে ১০ কোটি টাকা, অথচ সৌরবিদ্যুৎ উৎপাদনে খরচ মাত্র প্রায় ৪ কোটি টাকা প্রতি মেগাওয়াট। যদি সর্বত্র সৌরবিদ্যুৎ স্থাপন করা যায়, তাহলে আমরা অবশ্যই দেশ সেরা হতে পারব। প্রায় ৩৮,০০০ কানি জমিতে সৌর পাম্প বসানো হয়েছে, যার ফলে আগামী ২৫ বছর জল নিয়ে চিন্তা করতে হবে না। এখন মানুষ সৌরশক্তি থেকে আয়ও করছেন এবং বিদ্যুৎ বিলও শূন্য পাচ্ছেন। 
এ দিন বিদ্যুৎমন্ত্রী আশাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে তাদের সমাজের যোদ্ধা হিসাবে আখ্যায়িত করেন। ঘরে ঘরে গিয়ে শিশুদের টিকাকরণসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য মন্ত্রী আশাকর্মীদের ধন্যবাদ জানান। সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা নীরবে কাজ করে যান- তারাই সমাজের প্রকৃত যোদ্ধা। আশাকর্মীরা হলেন সমাজের প্রকৃত যোদ্ধা, যারা নীরবে কাজ করে চলেছেন।এদিন অনুষ্ঠানে ৩০ জন আশা ফ্যাসিলিটেটরকে ই-বাইসাইকেল প্রদান করা হয়, যাতে তাদের কাজ আরও সহজতর হয়। তবে এ দিন মন্ত্রী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনুপস্থিতি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন,সম্মতি দিয়ে অনুষ্ঠানে না আসাটা অশোভন আচরণের মধ্যে পড়ে।এমন হওয়াটা বাঞ্ছনীয় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *