August 2, 2025

৩০০ কোটিতে কেজিএফ- টু

 ৩০০ কোটিতে কেজিএফ- টু

দৈনিক সংবাদ অনলাইনঃ  মুক্তির ১০ তম দিনে কেজিএফ-টু আবার একটি নতুন রেকর্ড তৈরি করলো।  ছবি মুক্তির দ্বিতীয় শনিবার হিন্দি অনুবাদে ৩০০ কোটি টাকা কামাই করলো। এখন  পর্যন্ত বলিউডে  মুক্তিপ্রাপ্ত  হিন্দি ডাবিং চলচ্চিত্রগুলির মধ্যে ১০ ম স্থান দখল করে নিয়েছে কেজিএফ – টু। কেজিএফ টু চলচ্চিত্রটি ধারাবাহিকভাবে মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ঘরোয়া বক্স অফিসে তার কামাই বজায় রেখেছে।  প্রাথমিক পরিসংখ্যান অনুসারে, ছবিটি মুক্তির ১০ তম দিনেও প্রায় ১৮ কোটি টাকা আয় করেছে।  প্রথম সপ্তাহে  ২৬৮.৬৩ কোটি আয় করা ছবিটি তার পরে দ্বিতীয় শুক্রবারে ১৯ কোটি এবং শনিবারে ১৮ কোটি আায় করে।  হিন্দিতে ছবিটির নেট সংগ্রহ এখন পর্যন্ত  ৩০৫ কোটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *