August 3, 2025

২ হাজার নোটের ৭৬ শতাংশ ফিরে এসেছে ব্যাঙ্কে।

 ২ হাজার নোটের ৭৬ শতাংশ ফিরে এসেছে ব্যাঙ্কে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সোমবারে জানিয়েছে বাজারে চালু ২০০০ টাকার নোটের ৭৬ শতাংশ এখন পর্যন্ত ব্যাঙ্কগুলোতে জমা পড়েছে কিংবা বিনিময় করা হয়েছে। একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাদবাকি নোটগুলো বদলে ফেলতে কিংবা জমা করতে জনসাধারণকে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ১৯ মে নোট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর ৩০ জুন পর্যন্ত ৭৬ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাঙ্কগুলোতে ফিরে এসেছে। এখন বাজারে রয়ে গিয়েছে ৮৪,০০০ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট। এখন পর্যন্ত জমাকৃত রাশির ৮৭ শতাংশ সরাসরি জমা পড়েছে ব্যাঙ্কগুলোতে। বাদবাকি ১৩ শতাংশ অন্য অংকের নোটের সাথে বদলে ফেলা হয়েছে। ২০১৬ সালের নভেম্বর মাসে যেভাবে নোটবন্দির মাধ্যমে রাতারাতি ৫০০ এবং ১০০০ টাকার নোটগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছিল ২০০০ টাকার নোটেশ ক্ষেত্রে তেমনটা করা হয়নি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট একটি আইনত বৈধ মুদ্রা হিসেবে বিবেচিত হবে। ২০২৩ সালে ৩১ মার্চ বাজারে চালু ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল। ৩.৬২ লক্ষ কোটি টাকা। ২০২৩ সালের ১৯ মে ব্যবসা গোটানোর সময়কালে তা কমে দাঁড়ায় ৩.৫৬ লক্ষ কোটি টাকায়। আর তারপর ৩০ জুন ২০২৩ পর্যন্ত ব্যাঙ্কগুলো মোট ২.৭২ লক্ষ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট ফেরত পেয়েছে। একই তারিখে বাজারে চালু ২০০০ টাকার নোটের পরিমাণ ছিল ০.৮৪ লক্ষ কোটি টাকা। এখন ২০০০ টাকার নোটের ২৪ শতাংশ ফেরত পাওয়া বাকি। এই কাজটি ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *