August 3, 2025

২৫ কোটির হেরোইন সহ আটক পুলিশ কর্মী !!

 ২৫ কোটির হেরোইন সহ আটক পুলিশ কর্মী !!

অনলাইন প্রতিনিধি :-২৫ কোটি টাকার হেরোইন সহ আটক ত্রিপুরা পুলিশের এক কনস্টেবল সহ দুই কুখ্যাত মাদক পাচারকারী !! ঘটনা সোমবার রাতে উত্তর জেলার দামছড়ায়। জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। মিজোরাম থেকে দশরথ সেতু দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে TR01BV/0595 নম্বরের একটি ভেনু গাড়ি। পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালিয়ে বিভিন্ন গোপন কক্ষ থেকে ১৭৭ প্যাকেট হেরোইন উদ্ধার করে। আটক করা হয় হেরোইন পাচারকারী ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে কর্মরত সাইদুল রহমান ওরফে সোহেল নামে এক জওয়ানকে। তার বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ার কুলুবাড়ি এলাকায়। বর্তমানে সে বিশালগড় আদালতের এসডিজেএম গৌরব কুমার সাহির পিএসও। অপরজন জসিম উদ্দিন, বাড়ি সোনামুড়ার ঠাকুরমুড়া এলাকায়। এই বিষয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিস্তারিত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *