August 2, 2025

২৩ রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ শিলান্যাস আজ!!

 ২৩ রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ শিলান্যাস আজ!!

অনলাইন প্রতিনিধি :-আগামীকাল ২৬
ফেব্রুয়ারী উত্তর পূর্ব সীমান্ত
রেলওয়ের ২৩টি রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিলান্যাস করবেন।ভারতীয় রেলওয়ে স্টেশনগুলির উন্নয়নের জন্য ‘অমৃত ভারত স্টেশন’ স্কিমের অধীনে এই স্টেশনগুলির পুনর্বিকাশ করা হবে।২৩টি স্টেশনের মধ্যে ত্রিপুরার আগরতলা স্টেশন, মিজোরামের সাইরাং স্টেশন এবং সিকিমের রংপো স্টেশনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।ত্রিপুরার আগরতলা রেলওয়েল স্টেশনটি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে আনুমানিক ৪৮ কোটি টাকা ব্যয়ে উল্লেখযোগ্য এক নতুন রূপ লাভ করবে।সোমবার,২৬ ফেব্রুয়ারী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লী থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে বেলা সাড়ে এগারোটায় এর আনুষ্ঠানিক সূচনা করবেন। নয়াদিল্লী থেকে ভিডিও সম্মেলনে এতে অংশ নেবেন দেশের রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাও সাহেব পাতিল দানভে। এর আগে বেলা পৌনে এগারোটায় আগরতলা রেল স্টেশনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, রাজ্যের সাংসদ কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও মহিলা ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক মীনা রাণী সরকার প্রমুখ।সীমান্ত রেলের তরফে এ নিয়ে জানানো হয়েছে, এই রেল এলাকায় বর্তমানে ৮১৯৪১ কোটি টাকার কাজ চলছে।কেন্দ্রীয় বাজেটে সীমান্ত রেল এলাকার উন্নয়নে ১০৩৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।সারা দেশে ৬০টি স্টেশনকে বিশ্বমানের স্টেশনের উন্নীত করার পরিকল্পনা রয়েছে।এই তালিকায় আছে আগরতলা রেলস্টেশন।সব মিলিয়ে ৫৫৪টি স্টেশনের পুনঃউন্নয়নের শিলান্যাস করা হবে সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *