August 2, 2025

২২ লক্ষ টাকার টিম গড়লো ফ

 ২২ লক্ষ টাকার টিম গড়লো ফ

রাখাল শিল্ড নকআউট ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বীরেন্দ্র ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছে গতবারের রানার্স ফরোয়ার্ড ক্লাব । আগামী পঁচিশ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালের এই ম্যাচটি হবে। আর এই ম্যাচে খেলার মধ্য দিয়েই চলতি মরশুমে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে ফরোয়ার্ড ক্লাব। নকআউটের সেমিফাইনালে খেলতে নামার আগে এক সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের শক্তি জানান দেয় ফরোয়ার্ড ক্লাব। ক্লাব সচিব পার্থ সারথী গুপ্ত জানান, এ বছর নকআউট এবং লীগ দ্বিমুকুট জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে নামছে ফরোয়ার্ড ক্লাব। গত বছর লীগ চ্যাম্পিয়ন হলেও নকআউটে সেরার ট্রফি হাতছাড়া হয়েছিল। শিল্ডে রানার্স ট্রফি নিয়ে ফিরতে হয়েছিল। এবার দ্বিমুকুট জয়ের প্রত্যাশা নিয়ে টিম মাঠে নামছে। সেভাবে দল গঠন করা হয়েছে। প্রায় বাইশ লক্ষ টাকা খরচ হয়েছে টিম করতে। কোচ সুভাষ বোসের কোচিংয়ে টিম মাঠে নামছে। দলনায়ক রতন কিশোর জমাতিয়া। দলে দুই বিদেশি ফুটবলার লুইস ও আফিজ খেলছে। দুই বিদেশি ছাড়া বহি:রাজ্যের একাধিক ফুটবলার রয়েছে। তাছাড়া স্থানীয় একঝাঁক ফুটবলার রয়েছে টিমে। সাংবাদিক সম্মেলনে সচিব ছাড়াও ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *