August 4, 2025

২০৮(এ) জাতীয় সড়ক অবরোধ!!

 ২০৮(এ) জাতীয় সড়ক অবরোধ!!

দৈনিক সংবাদ অনলাইন, ধর্মনগর।। কুকিথল-সাব্রুম বিকল্প জাতীয় সড়ক ২০৮(এ) এর তিন কিঃমিঃ রাস্তার বেলাল অবস্থা। এই সড়ক সংস্কারের দাবিতে বুধবার টায়ার জ্বালিয়ে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করে। ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরী থেকে প্রেমতলা পর্যন্ত তিন কিঃমিঃ রাস্তার মেরামতির দাবিতে সকাল দশটা থেকে চলছে এই পথ অবরোধ। উত্তর জেলার সীমান্ত এলাকা প্রেমতলা বাজার ট্রাইজংশনে চলছে এই পথ অবরোধ। ঘটনাস্থলে চুরাইবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *