১৮৪ জন জুনিয়র ইঞ্জিনীয়ারকে অফার,রাজ্যের উন্নয়নকে সচল রাখতেই চাকরি: মুখ্যমন্ত্রী!!


অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকার বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরে চাকরি প্রদান করে চলছে। কর্মচারী ছাড়া কোনো অবস্থাতেই রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কর্মচারীদের শ্রমদানের মাধ্যমেই বাস্তবায়িক হচ্ছে বিভিন্ন সরকারী প্রকল্প। যার সুবিধা পেয়ে রাজ্যবাসীর আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে। মানুষ নানাভাবে সাবলম্বী হচ্ছেন। পাশাপাশি চাকরি ক্ষেত্রসহ সব ক্ষেত্রেই দিন প্রযুক্তি নির্ভরতা বেড়েই চলছে। এদিকে রাজ্য ও দেশের উন্নয়নে রাজনীতিবিদরা শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সকল সিদ্ধান্ত বাস্তবায়নের মূল দায়িত্ব সরকারী কর্মচারীদের। উন্নয়নকে সচল রাখতে সরকার নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে, বুধবার মুক্তধারা অডিটোরিয়ামে পূর্ত দপ্তরের অধীন সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়র ইঞ্জিনীয়ার (ডিপ্লোমা) পদে চাকরি প্রাপকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

অনুষ্ঠানে ১৮৪ জন জুনিয়র ইঞ্জিনীয়ার (ডিপ্লোমা) পদে চাকরি প্রাপকদের অফার বিতরণ হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করে থাকেন। একজন রাজ্যবাসী হিসাবে এই ধরনের সম্মান খুবই গর্বের। আর তা সম্ভব হয়েছে এই রাজ্যের সকল স্তরের মানুষের আন্তরিক প্রচেষ্টায়। মুখ্যমন্ত্রী বলেন, সরকার নিজের প্রয়োজনেই নিয়োগ করে থাকে। কিন্তু এক্ষেত্রে যেকোনো দপ্তরে নিয়োগ প্রাপকদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে উদ্বোধনী চিন্তাধারায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। রাজ্যে স্বচ্ছতা, নিরপেক্ষতার মধ্য দিয়ে কাজ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করছেন। সাধারণ মানুষের উন্নয়নে গৃহীত পরিরকল্পনাগুলি বাস্তবায়নের বিষয়েও সময় সময় পর্যালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, রাজ্যে সাতাশ জুন পর্যন্ত ডাই-ইন-হারনেস সহ মোট ১৯,৪৮৪ জনকে সরকারী চাকরিতে নিয়োগ করা হয়েছে। গত এক জুলাই ৭৪ জনকে ডাই-ইন-হারনেসে এবং আজ ১৮৪ জনকে জুনিয়র ইঞ্জিনীয়ার পদে নিয়োগপত্র দেওয়ার ফলে এখন পর্যন্ত মোট ১৯,৭৪২ জনকে সরকারী চাকরিতে সরাসরি নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমান সরকার স্বচ্ছতার ভিত্তিতে চাকরি প্রদান করছে। দক্ষতাকে ভিত্তি করে গুণগত মান সম্পন্ন কর্মচারী নিয়োগ করাকেই এই সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, গত সাত বছরে সাধারণ মানুষের জীবনযাপনের মৌলিক পরিকাঠামোগুলির সর্বাঙ্গীন বিকাশে কাজ করছে এই সরকার। বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এবারের বাজেটে শুধুমাত্র রাজ্যের পরিকাঠামো উন্নয়নে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই সরকার দক্ষতা, স্বচ্ছতা, যোগ্যতা এবং নিরপেক্ষতাকে বিচার করে চাকরি প্রদান করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী সহ রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ইঞ্জিনীয়ারগণ।