August 2, 2025

১৫০ ফুটের ‘মরণ কুয়ো’ থেকে উদ্ধার ৫ বছরের শিশুর নিথর দেহ!!

 ১৫০ ফুটের ‘মরণ কুয়ো’ থেকে উদ্ধার ৫ বছরের শিশুর নিথর দেহ!!

অনলাইন প্রতিনিধি :-গত সোমবার ৫ বছরের ছোট্ট আরিয়ান মায়ের সঙ্গে বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে মাঠে গিয়েছিল। সেই সময় সেখানে চলছিল নলকূপ বসানোর কাজ। মায়ের অলক্ষ্যেই খেলতে খেলতে গিয়ে পড়ে যায় গভীর গর্তে। সাথে সাথেই খবর যায় প্রশাসনের কাছে। শিশুটিকে উদ্ধার করতে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গর্তের ভিতরে যাতে অক্সিজেনের সমস্যা না হয় তার জন্য পাইপের মাধ্যমে অক্সিজেনও পাঠানো হয়। ভেতরে ক্যামেরা প্রবেশ করিয়ে শিশুটির শারীরিক অবস্থার পরীক্ষা নিরিক্ষা চলছিল।
অবশেষে সব চেষ্টা ব্যার্থ হলো। ব্যার্থ হলো একটানা ৫৫ ঘণ্টার উদ্ধার অভিযান। রাজস্থানের দৌসায় ১৫০ ফুট গভীর গর্তে আটকে থাকা ৫ বছরের আরিয়ানের নিথর দেহ উদ্ধার করলেন উদ্ধারকারী দলের সদস্যেরা। বুধবার সকালেই সর্বশেষ চেষ্টা হিসাবে মূল গর্তের পাশেই অন্য একটি গর্ত খোড়া হয় এবং সেই গর্ত দিয়ে প্রবেশ করেই বুধবার রাতে নিথর অবস্থায় শিশুটিকে গর্ত থেকে বের করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান আরিয়ানের জীবন দ্বীপ নিভে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *