August 3, 2025

১৩ ইঞ্চি পায়ের পাতা, রেকর্ড

 ১৩ ইঞ্চি পায়ের পাতা, রেকর্ড

দীর্ঘ পায়ের পাতা। আর সেই পায়ের পাতা নিয়েই অত্যন্ত আনন্দের সঙ্গে বেঁচে আছেন তনয়া হার্বাট। আমেরিকার টেক্সাসের বাসিন্দা তনয়ার পায়ের পাতার দৈর্ঘ্য গোটা বিশ্বের কাছে আকর্ষণীয়। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে তার পায়ের পাতার দৈর্ঘ্যতার জন্য খেতাবটি দেওয়া হয়েছে। বলা হয়েছে জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে দীর্ঘ পায়ের পাতা।ওই মহিলার ডান পায়ের দৈর্ঘ্য ১৩. ০৩ ইঞ্চি। বাঁ পায়ের দৈর্ঘ্য ১২.৭৯ ইঞ্চি।তনয়ার পায়ের জন্য জুতো লাগে ১৮ কিংবা ১৭ দৈর্ঘ্যের। ৬ ফুট ৯ ইঞ্চির উচ্চতা তনয়ার। তিনি জানাচ্ছেন তার পায়ের দৈর্ঘ্য সবসময় বেশি ছিল। স্কুলে পড়ার সময় থেকেই পায়ের মাপ বাড়তে থাকে। স্বাভাবিক ভাবে কোনও মহিলার এই উচ্চতা দেখা যায়না। তবে এই উচ্চতার জন্য কোনওদিন কটূক্তি শুনতে হয়নি তাকে। বরং বন্ধুরা তাকে ভালোবাসতেন ও সবসময় সাহায্য করতেন। তনয়া জানিয়েছেন, তার পরিবারে সকলেই লম্বা। তার বাবার উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি ও মায়ের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি।তবে তনয়া আক্ষেপ করে জানিয়েছেন, তার পায়ের জন্য জুতো পাওয়া যেত না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *