আপত্তিকর কনটেন্ট’ বানাতে বাক্স্বাধীনতার দোহাই দিতে পারবেন না নেটপ্রভাবীরা!!
১২ জাতীয় প্রতীক এঁকেই রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-পোস্ট কার্ড সাইজের ছোট্ট কাগজ। আর সেই কাগজেই নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ড’-এ নাম তোলার নজির স্থাপন করলেন পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার পায়েল দাস সাঁতরা। তিনি ওই ছোট কাগজে একসঙ্গে দেশের ১২টি জাতীয় প্রতীক আঁকার কৃতিত্ব স্থাপন করেছেন। তাও আবার মাত্র ৫০ মিনিটের মধ্যেই। ৩৮ বছরের পায়েল পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার হাটগাছা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তিনি পেশায় উলুবেড়িয়া মহকুমাশাসক দফতরের এক কর্মী। তিনি তার অফিসে কাজ করার পাশাপাশি ছবি আঁকতেও খুব পছন্দ করেন। পোস্ট কার্ড সাইজের কাগজে পায়েল যে ১২ টি ছবি এঁকেছেন তার প্রত্যেকটি জলরঙের মাধ্যমে। আর এক একটি ছবি তিনি এঁকেছেন ৩-৩.৫ সেন্টিমিটারের মধ্যে। পোস্টকার্ডে আঁকা তার ১২টি ছবির মধ্যে স্থান পেয়েছে ভারতের জাতীয় পশু, পাখি, ফল-সহ বিভিন্ন ছবি। পায়েল জানিয়েছেন, গত জুলাই মাসে তিনি এই হাতের কাজ ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস্’-এর দফতরে পাঠিয়েছিলেন। সম্প্রতি ওই সংস্থা পদক, শংসাপত্র-সহ বিভিন্ন উপহার তার উদ্দেশ্যে পাঠিয়েছে।