August 1, 2025

১১৭টি ড্রোন দিয়ে রাশিয়ার বিমানঘাটিতে হামলা!!

 ১১৭টি ড্রোন দিয়ে রাশিয়ার বিমানঘাটিতে হামলা!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের স্রেডনি জনবসতির কাছে অবস্থিত ওলেনিয়া বিমানঘাঁটি লক্ষ্য করে বড়সড় ড্রোন হামলা চালালো ইউক্রেন। নিশানায় ছিল আরও তিনটি বিমানঘাঁটি। বেছে বেছে সামরিক বিমানগুলি লক্ষ্য করেই নিখুঁত হামলা চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় ৪০টিরও বেশি রুশ সামরিক বিমান। ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার দাবি, ধ্বংস হয়ে যাওয়া বিমানগুলির মধ্যে ছিল টিইউ-৯৫ এবং টিইউ-২২। দু’টিই যুদ্ধে ব্যবহৃত বোমারু বিমান, যা সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য ব্যবহার করা হয়। হামলার পর ইউক্রেনের সেনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। এই অভিযানকে ‘অসাধারণ’ বলেও অভিহিত করেছেন জেলেনস্কি। তাঁর দাবি, এই হামলায় রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে— যা সম্পূর্ণ ‘ন্যায্য’ এবং ‘রাশিয়ার প্রাপ্য’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *