August 2, 2025

১০ জন কর্মীকে ৮২ লাখ টাকা ক্রিসমাস বোনাস দিলেন সংস্থার কর্ণধার

 ১০ জন কর্মীকে ৮২ লাখ টাকা ক্রিসমাস বোনাস দিলেন সংস্থার কর্ণধার

সম্প্রতি একটি সংস্থার কর্ণধার তার কর্মচারীদের মোটা অঙ্কের বোনাস দিয়ে অবাক করে দিয়েছেন। ১০ জন কর্মচারীকে ৮২ লাখ টাকা বড়দিনের বোনাস হিসেবে
দেওয়ার কথাঘোষণা করেছেন সংস্থার
কর্ণধার। শুনতে অবাস্তব লাগলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে। রায় হিল সংস্থার কর্ণধার জিনা রিনহার্ট হঠাৎ করে একটি জরুরি মিটিংয়ের ব্যবস্থা করেন এবং জানিয়ে দেন মিটিংয়ে একটা গুরুত্বপূর্ণঘোষণা করা হবে।
সাধারণত বস যখন এই ধরনের মিটিংয়ের আয়োজন করেন তখন কর্মচারীরা ভয় পেয়ে যান। কিন্তু কর্মচারীরা যা ভেবে মিটিংয়ে অংশ
নিয়েছিলেন তার ঠিক উল্টোটাই ঘটছে। জিনা রিনহার্টের সংস্থা ১৯০ বিলিয়ন টাকার বেশি মুনাফা অর্জন করেছে। সেই কারণে সংস্থার ১০ জন নির্বাচিত কর্মচারীর নাম নেন এবং তাদের ৮২ লক্ষ টাকার ক্রিসমাস বোনাস দেওয়ার কথা ঘোষণা করেন। এই ১০ জনের তালিকায় একজন কর্মচারীর নামও
রয়েছে যিনি মাত্র ৩ মাস আগেই কম্পানিতে যোগ দিয়েছেন।
এই ঘোষণা শুনে সবাই অবাক
হয়ে যান। মূল্য বৃদ্ধির বাজারে
জিনার এমন ঘোষণার সবার
মুখে হাসি ফুটিয়েছে। উল্লেখ্য,
এই ক�োম্পানিটি জিনা রিনহার্টের
বাবা প্রতিষ্ঠা করেছিলেন। জিনার
বাবা মারা যাওয়ার পর তিনিই এই
সংস্থার সমস্ত দায়িত্ব সামলান। এখন
জিনার মোট সম্পদ ৩৪ বিলিয়ন।
তাই জিনা রিনহার্ট অস্ট্রেলি য়ার
সবথেকে ধনী মহিলা বলেও পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *