August 3, 2025

১০০% দিব্যাঙ্গ হয়েও মিলছে না ভাতা!!

 ১০০% দিব্যাঙ্গ হয়েও মিলছে না ভাতা!!

অনলাইন প্রতিনিধি :-না বামে না রামে। সুশাসনের রাজ্যে প্রশাসনের অবহেলায় পাহাড়বাসি কাঁদে। যাদের কমিটেড ভোটের উপর নির্ভর করে ত্রিপুরা রাজ্যে সরকার গঠিত হয়। যে জনগোষ্ঠীর বিমুখতায় একটি সরকারের পতন পর্যন্ত হয়ে যায়, সেই পাহাড় বাসিরাই দশকের পর দশক ধরে বঞ্চিত অবহেলিত। বর্তমান বিকাশমুখী সরকারের সুশাসনেও দিব্যাঙ্গন ভাতা থেকে বঞ্চিত রয়ে গেছে অম্পিনগর ব্লকের অন্তর্গত গামাইছড়া ভিলেজের চিন্তাহরি মলসুমের তেরো বছরের পুত্র সন্তান জাইমি মলসুম এবং একই ব্লকেরই দেবেন্দ্র পাড়ার বাসিন্দা দলিরাম রিয়াংয়ের ষোল বছরের কন্যা ডাঙ্গি রুং রিয়াং। তাঁরা আজও জানে না দিব্যাঙ্গন তথা বিকলাঙ্গ ভাতা কি? কিভাবে দিব্যাঙ্গন ভাতা পেতে পারেন?অম্পিনগরের বিধায়ক তিপ্রামথা দলের চাকরিচ্যুত শিক্ষক পাঠানলাল জমাতিয়া। তিনিও এই ব্যাপারে উদাসীন। অথচ, দুটিই বিপিএল ভুক্ত পরিবার। ভূমিহীন ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা। জানাগেছে, ভাতার জন্য আবেদনও করা হয়েছে। কিন্তু আজও অনুমোদন মিলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *