October 20, 2025

হ্যান্ডবল অ্যাসোের সাধারণ সভা ২৫শে!!

 হ্যান্ডবল অ্যাসোের সাধারণ সভা ২৫শে!!

অনলাইন প্রতিনিধি :-নতুন কমিটি গঠন করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর এনএসআরসিসি-র কনফারেন্স হলে ওই দিন বেলা ১২টায় এই সভা হবে।
সভার শুরুতে সচিব কর্তৃক গত পাঁচ বছরের অ্যাসোসিয়েশনের কাজকর্মের যাবতীয় রিপোর্ট তুলে ধরা হবে এবং পাশাপাশি গত পাঁচ বরের খরচের হিসেবপত্র, অডিট রিপোর্ট তুলে ধরা হবে।
এরপরেই পুরোনো কমিটি ভেঙে দিয়ে স্পোর্টস অ্যাক্টের গাইড লাইন মেনে নতুন কমিটি গঠন করা হবে। চার বছরের জন্য হবে নতুন এই কমিটি। ক্রীড়া দপ্তর, ত্রিপুরা ক্রীড়া পর্ষদ এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানালেন ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি সূর্যকান্ত পাল। এই বৈঠকে সমস্ত সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২০২০ সালের আগষ্ট মাসে গঠিত হয়েছিল ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের কমিটি। চার বছরের জন্য কমিটি গঠন করা হলেও বিভিন্ন কারণে অতিরিক্ত আরও এক বছরের মতো সময় চলে গেছে। | অবশেষে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নিল এবার
ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *