হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের ছাদ! জখম শিশু-সহ কয়েক জন!!

অনলাইন প্রতিনিধি :-অসমের পিভিআর সিনেমা হলে চলছিল রাত্রিকালীন শো। শো চলাকালীনই প্রেক্ষাগৃহে আচমকাই ভেঙে পড়ে নকল ছাদের একাংশ!নকল ছাদ হওয়াতেই সেদিন বরাত জুড়ে একাধিক প্রান রক্ষা হলেও আহত হয়েছেন শিশু-সহ বেশ কয়েক জন। তড়িঘড়ি শো বন্ধ করে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে বের করে দেওয়া হয়। তবে এমন ঘটনায় প্রেক্ষাগৃহের ভিতর আতঙ্ক এবং হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।