September 3, 2025

হিমাচলের মান্ডিতে বড়সড় বিপর্যয় ! ভূমিধসে শিশু-সহ মৃ*ত ৬!!

 হিমাচলের মান্ডিতে বড়সড় বিপর্যয় ! ভূমিধসে শিশু-সহ মৃ*ত ৬!!

অনলাইন প্রতিনিধি :- হিমাচলের মান্ডিতে ভয়াবহ ভূমিধস।
প্রকৃতির ভয়াল রূপে বিধ্বস্ত পাহাড়ে ঘেরা হিমাচল প্রদেশ ৷ মান্ডি জেলার সুন্দেরনগর মহকুমার জনগাম বাঘ এলাকায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে ৩বছরের শিশু কন্যাও রয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে আরও একাধিক মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ ভূমিধসের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীর পদপিষ্টে আরও দু’জনের মৃত্যু হয়েছে ৷মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ।একনাগাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনাটি ঘটে ৷ জনগাম বাঘ এলাকায় পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে ৷ সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় দু’টি বাড়ি ৷ প্রশাসনিক তথ্য অনুযায়ী, ধ্বংসাবশেষ সরিয়ে কমপক্ষে ৬ জনের দেহ উদ্ধার করা হয় ৷ তবে এখনও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *