August 3, 2025

হায়দরাবাদকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, গ্রেফতার ২ ISIS জঙ্গি!!

 হায়দরাবাদকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, গ্রেফতার ২ ISIS জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-বড়সড় হামলা থেকে রক্ষা পেল হায়দরাবাদ। নিজমের শহরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল আইসিস জঙ্গিদের। গোপনসূত্রে খবরের ভিত্তিতেই পুলিশ সেই বিপদ থেকে রক্ষা করল। গ্রেফতার করা হয় দুই সন্ত্রাসবাদীকে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরকও। তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশ পুলিশের যৌথ অভিযানেই ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সিরাজউর রহমান (২৯) ও সঈদ সমীর (২৮)। সিরাজ ভিজিনগরামের বাসিন্দা, সমীর হায়দরাবাদেরই ছেলে। এরা দুইজনেরই আইসিস সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছিল। আইসিসের নির্দেশেই হায়দরাবাদে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *