November 17, 2025

হাসিনার রাজসাক্ষীর ফাঁসি খারিজ!!

 হাসিনার রাজসাক্ষীর ফাঁসি খারিজ!!

অনলাইন প্রতিনিধি :- রাজসাক্ষী হয়েও ফাঁসির শাস্তি এড়ালেন হাসিনার একদা বিশ্বাসভাজন, প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল-মামুন। ২০১০ সালে তৈরি হওয়া এই ট্রাইবুনালের ইতিহাসে মামুনই প্রথম রাজসাক্ষী। বিচারতি বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে। হাসিনা, আসাদুজ্জামান এবং আল-মামুন এর জন্য দায়ী। প্রাক্তন পুলিশকর্তা আল-মামুন রাজসাক্ষী ছিলেন। এখনও হেফাজতে রয়েছেন। কী কী ঘটেছে, তিনি সবটাই জানিয়েছেন। কিন্তু তিনি যা অপরাধ করেছেন এবং স্বীকার করেছেন, তা সর্বোচ্চ শাস্তির যোগ্য। তবে তার শাস্তি কমিয়ে, তাকে পাঁচবছরের কারাদন্ড দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *