December 11, 2025

হাসিনার দ্বিতীয় মামলা রায় সোমবার!!

 হাসিনার দ্বিতীয় মামলা রায় সোমবার!!

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ইউনুস সরকারের দায়ের করা দ্বিতীয় মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করবে আদালত। তবে এটা হবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় মামলা রায়। এর আগে গত ১৭নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘোষণা করা হয়েছে। সে মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত বছর জুলাই মাসে তীব্র গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার একাধিকবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার ঢাকার একটি আদালত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, তার মেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে দিন ধার্য করেছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো, রবিউল আলম মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো, মঙ্গনুল হাসান বলেন, আজ এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। মামলার গ্রেপ্তার থাকা আসামি রাজউকের সদস্য খুরশীদ আলমকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী মো. শাহীনুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক শুনানিতে এই আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। মামলার আসামি শেখ হাসিনা সহ অন্য আসামিরা পলাতক। তাই তারা যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাচ্ছেন না। পরে আদালত রায়ের তারিখ ধার্য করেন। গত ১৮ নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। গত ৩১ জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারীতে শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *