হাসিনার অদক্ষতায় সরকার পাল্টেছে বললেন দোভাল!!
অনলাইন প্রতিনিধি:-ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, বাংলাদেশে সরকারের পরিবর্তনের মূল কারণ ছিল ‘অদক্ষ ও দুর্বল শাসন’। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আওয়ামী লীগের সমর্থকদের আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের আহ্বান জানানোর পরপরই প্রতিবেশী দেশ সম্পর্কে দোভাল এমন মন্তব্য করলেন। মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হতে যাচ্ছে। অজিত দোভাল একই সঙ্গে নেপাল ও শ্রীলঙ্কার কথাও উল্লেখ করেন। সেখানেও সরকার পরিবর্তনের কারণ হিসেবে তিনি অদক্ষতার উল্লেখ করেছেন। গত শুক্রবার ভারতে পালিত ‘জাতীয় একতা দিবস’ উপলক্ষে আয়োজিত সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় এসব কথা বলেন অজিত দোভাল। সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন,’জাতি গঠনপ্রক্রিয়া’ ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করে অজিত দোভাল বিগত কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ঘটে যাওয়া পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে বলেন, বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীশাসন, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনেরই ইতিহাস। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ। দোভাল অভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ শাসনের কারণে সাম্রাজ্যগুলোর উত্থান ও পতনের উদাহরণ টেনে বলেন, আমি বিশ্বাস করি, একটি জাতি গঠনপ্রক্রিয়া, সেই সঙ্গে একটি দেশকে সুরক্ষিত রাখতে এবং তার লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।