August 3, 2025

হাসপাতালে ভর্তি প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল!!

 হাসপাতালে ভর্তি প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল!!

অনলাইন প্রতিনিধি :-গুরুতর অসুস্থ ভারতের প্রাক্তন প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। বুধবার রাতে ভর্তি করা হয়েছে পুনের হাসপাতালে। বুধবার রাতে জ্বর এবং বুকের সংক্রমণ থাকায় তাঁকে পুনের ভারতী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বুকে ইনফেকশন ধরা পড়েছে। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ড। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের শারীরিক অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য,প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ২০০৭ সাল থেকে ২০১২ পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। এখন ৮৯ বছর বয়স বয়স তাঁর। উল্লেখ্য, প্রতিভা পাটিল ২০০৭ সাল থেকে ২০১২ পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। বর্তমানে ৮৯ বছর বয়স বয়স তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *