August 2, 2025

হাসপাতালে দ্রুত রক্ত পৌঁছে দেবে ড্রোন!!

 হাসপাতালে দ্রুত রক্ত পৌঁছে দেবে ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :-হাসপাতালের শয্যায় রক্তের অভাবে যখন ধুঁকছেন রোগী, হাসপাতাল তখন বলছে, রোগীর জন্য প্রয়োজনীয় গ্রুপের রক্ত মজুদ নেই তাদের কাছে। কোথায় মিলবে সেই গ্রুপের রক্ত, তার সন্ধানও হাসপাতাল কর্তৃপক্ষ দিতে অক্ষম।
এমতাবস্থায় প্রায়শই দিশাহারার মতো ছোটাছুটি করতে দেখা যায় রোগীর আত্মীয় পরিজনদের। যদিও বা কোনও ব্লাডব্যাঙ্ক থেকে তারা সেই একই গ্রুপের রক্তের সন্ধান পান, তাহলেও সেটি হাসপাতালে বয়ে নিয়ে আসতে পারেন না অনেক সময়ে। যার অন্যতম একটি কারণ পরিকাঠামোর অভাব।
বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোয় দীর্ঘপথ পাড়ি দিয়ে যখন রোগীর আত্মীয় পরিজনরা সেই রক্ত হাসপাতালে নিয়ে পৌঁছায়, ততক্ষণে তা রোগীকে দেওয়ার মতো উপযোগী থাকে না অনেক ক্ষেত্রেই।রক্তের ব্যাগ একটি নির্দিষ্ট তাপমাত্রায় রেখে সেগুলিকে সঠিক সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে দিতে গাড়ি বা ভ্যানের উপর ভরসা রাখা যাচ্ছে না। এই সমস্যার সমাধানে নতুন একটি পন্থা খুঁজে বার করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। আর যার মাধ্যমে কাজটি সহজতর হয়ে উঠবে সেটি হল ড্রোন। ড্রোন শুধু অস্ত্রশস্ত্রই বহন করে না, বিপর্যয়ের সময়ে দুর্গম জায়গায় খাবার পৌঁছে দিতেও এটির ব্যবহার করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল হাসপাতালে রোগীর রক্ত পৌঁছে দেওয়ার মতো কাজ।
ড্রোন বেসড ব্লাড ডেলিভারি’ নামে নতুন এক প্রকল্পও শুরু হতে চলেছে আইসিএমআরে। কত কম সময়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে রক্ত পৌঁছে দেওয়া যাবে গন্তব্যে, তার পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বা জরুরি অবস্থায়, যখন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন ড্রোনই একমাত্র ভরসা হয়ে উঠবে আগামীদিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *