August 2, 2025

হাসপাতালে গিয়ে চোখ কপালে উঠলো বিধায়কের!!

 হাসপাতালে গিয়ে চোখ কপালে উঠলো বিধায়কের!!

অনলাইন প্রতিনিধি :-এলাকার অসুস্থ রোগীদের খোঁজখবর নিতে জেলা হাসপাতালে গিয়ে অপরিচ্ছন্ন হাসপাতাল ও দুর্গন্ধময় বাতাবরণ দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের শাসক দলের বিধায়ক যাদব লাল দেবনাথ। ঘটনা রবিবার রাতে ধর্মনগরে উত্তর জেলা হাসপাতালে। এদিন রাতে জেলা হাসপাতালে রোগী দেখতে এসে বিভিন্ন ওয়ার্ডে গিয়েছিলেন। সেখানে তিনি প্রচণ্ড দুর্গন্ধ ও আবর্জনা পড়ে থাকতে দেখেন। এইগুলি পরিষ্কার করার কোন লোক নেই। তিনি এই বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের নার্সদের কাছে মেডিক্যাল সুপারের ফোন নম্বর চান। কিন্তু তারা কেউই ফোন নম্বর দিতে পারেনি। পরবর্তীতে তিনি এক চিকিৎসক থেকে ফোন নম্বর নিয়ে মেডিক্যাল সুপারের সাথে ফোনে কথা বলেন। সুপার আগরতলায় থাকায় ফোনে তিনি বিধায়ককে জানিয়েছেন, হাসপাতাল পরিষ্কার করার দায়িত্বে যারা রয়েছেন তারা এই কাজ করে দেবেন। এরপর তিনি দাঁড়িয়ে থেকে জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার করান। তবে পর্যাপ্ত পরিমাণে সাফাই কর্মী না থাকায় পরবর্তীতে তিনি হাসপাতাল পরিষ্কার করার জন্য নিজ উদ্যোগে লোক আনিয়ে এই কাজে হাত লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *