September 13, 2025

হার্ভার্ডে বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ!!

 হার্ভার্ডে বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ!!

অনলাইন প্রতিনিধি :-নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিল, এখন থেকে আর বিদেশি পড়ুয়া ভর্তি হতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষমতা খর্ব করা হল। ‘হিংসায় মদত দেওয়া, ইহুদি বিদ্বেষ ছড়ানোর মতো অভিযোগ উঠেছে হার্ভার্ডের বিরুদ্ধে। চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গেও হাত মিলিয়ে চলেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাই এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে। তাছাড়া মার্কিন প্রশাসন স্পষ্ট করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি করা একটি “বিশেষাধিকার, অধিকার নয়”। প্রসিদ্ধ এই বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করার খরচ বিশাল। এই প্রসঙ্গেই ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা, নিজেদের বহু বিলিয়ন ডলারের সম্পদের সঞ্চয় বৃদ্ধির জন্য বিদেশী শিক্ষার্থীদের শুষে নেওয়া হচ্ছে। বিদেশী শিক্ষার্থীদের থেকে অনেক বেশি টিউশন ফি আদায় করে হার্ভার্ড।
প্রশ্ন উঠছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তার পরে কি সেখানে স্নাতক স্তরে আর পড়াশোনা করতে পারবেন বিদেশি পড়ুয়ারা? নোয়াম জানিয়েছেন, যাঁরা এ বছর স্নাতকের শেষ সেমিস্টার দিচ্ছেন, তাঁদের কোনও সমস্যা হবে না। সামনের সপ্তাহেই তাঁরা স্নাতক পাশ করে যাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিবর্তন হচ্ছে। যেসব বিদেশি পড়ুয়ারা এখনও সেখানে স্নাতক পড়ছেন, তাঁদেরকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। তা না করলে তাঁরা আমেরিকায় বসবাসের অনুমোদনটুকু হারাবেন। চলতি শিক্ষাবর্ষে যে বিদেশি পড়ুয়ারা সেখানে ভর্তি হওয়ার কথা ভেবেছিলেন, তাঁরাও আর তা পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *