হরিদ্বারের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৬, আহত অনেকে!!

অনলাইন প্রতিনিধি :-হরিদ্বারের মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৬ জনের। আহত অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে বিখ্যাত মনসা দেবী মন্দিরে। মন্দিরের ওঠার সিড়িতে পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরই ভিড়ের চাপে হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়। আহতদের সংখ্যা ৩৫ জন।