August 6, 2025

হড়পা বানে বিধ্বস্ত কৈলাশ যাত্রা, আটকা হাজারো পুণ্যার্থী!!

 হড়পা বানে বিধ্বস্ত কৈলাশ যাত্রা, আটকা হাজারো পুণ্যার্থী!!

অনলাইন প্রতিনিধি :- হিমাচল প্রদেশেও হড়পা বানে বিধ্বস্ত কিন্নৌর জেলা। কিন্নৌর জেলার নিগুলসারির কাছে ৩৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। অতি ভারী বৃষ্টি ও ভূমিধসে একাধিক এলাকা বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
কিন্নৌরের টাঙ্গলিগ নালার উপর একটি সাঁকো সম্পূর্ণভাবে ধুয়ে গিয়েছে। শিমলায় চাক্কি মোড়ে ধস নেমে চণ্ডীগড়-শিমলা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। ফলে রাজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক ও অন্যান্য গাড়ি আটকে রয়েছে। কিন্নৌরে ধস ও হড়পা বানের ফলে বুধবার কিন্নৌর-কৈলাশ যাত্রা আপাতত বন্ধ রেখেছে প্রশাসন। শয়ে শয়ে পুণ্যার্থী রাস্তা ও হাইওয়ের ধারে অপেক্ষায় রয়েছেন। পুণ্যার্থীদের ঘুরপথে উদ্ধারের চেষ্টা চলছে। টাঙ্গলিপ্পি ও কাঙ্গরঙ্গ ঝরনার উপর থাকা ছোট সেতু জলের তোড়ে ভেসে যাওয়ায় আসা-যাওয়ার দুই মুখই বন্ধ হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *