August 3, 2025

হজে গিয়ে গরমে মৃত সাড়ে ৫০০-র বেশি তীর্থযাত্রী!!

 হজে গিয়ে গরমে মৃত সাড়ে ৫০০-র বেশি তীর্থযাত্রী!!

অনলাইন প্রতিনিধি :-হজে গিয়ে প্রায় সাড়ে পাঁচশোর বেশি ভক্তের মৃত্যু হয়েছে গরমে। আরব বিদেশমন্ত্রক সূত্রে জানা জানিয়েছে,মক্কার বড় মসজিদে সোমবার তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। যাঁরা এই গরম সহ্য না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তাঁদের অধিকাংশই মিশরীয়। ৩২৩ জন মিশরবাসীর মৃত্যু হয়েছে গরমে। তীব্র গরমে ভিড়ের ঠাসাঠাসি তেও অধিকাংশের মৃত্যু হয়েছে বলে অনেক দাবী করছেন। মৃতদের মধ্যে মিশরীয় ছাড়াও ৬০ জন জর্ডনের নাগরিক ছিল। মোট মৃতের সংখ্যা ৫৭৭। স্থানীয় আল মুয়াইজেম হাসপাতালের মর্গ থেকে ৫৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *