August 2, 2025

হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত,গেমসের ক্রিকেটেও স্বর্ণ পদকের স্বপ্নে ঋতুরাজরা।

 হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত,গেমসের ক্রিকেটেও স্বর্ণ পদকের স্বপ্নে ঋতুরাজরা।

অনলাইন প্রতিনিধি :-এশিয়ান গেমস পুরুষদের হকিতে অপরাজিত চ্যাম্পিয়নের অনন্য গৌরব অর্জন করলো ভারত।সেই সাথে হকিতেও স্বর্ণপদক ভারতের ঘরে এলো।আজ হরমনপ্রীত সিং বাহিনী গেমসের ফাইনালে জাপানকে ৫-১ গোলে হেলায় হারিয়েই ম্যাচ জিতে নেয়। সেই সাথে স্বর্ণপদকও। গেমসের হকিতে ভারতীয় দল অপরাজিত চ্যাম্পিয়ন হলো।
গ্রুপ লীগ পর্বে উজবেকিস্তানকে ১৬-০, সিঙ্গাপুরকে ১৬-১, জাপানকে ৪-২, পাকিস্তানকে ১০-০২, বাংলাদশকে ১২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালেও হরমনপ্রীত সিংদের দাপট অব্যাহত থাকে। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে পরাজিত করে ফাইনালে উঠে। ফাইনালে ফের জাপানের মুখোমুখি হয় ভারত।গ্রুপ লীগে ৪-২ গোলের জয়কে সামনে রেখে ফাইনালে ৫-১ গোলে বিধ্বস্ত করে গেমসের স্বর্ণপদক জিতেই অভিযান শেষ করলেন হরমনপ্রীত সিং বাহিনী।সব মিলিয়ে হকিতে ভারতীয় পুরুষ দল প্রতিযোগিতায় মোট আটষট্টিটি গোল করে।হজম করে নয়টি।এদিকে, এশিয়ান গেমস পুরুষদের টি- টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল তথা স্বর্ণ পদক জয়ের যুদ্ধে লড়বে ভারত ও আফগানিস্তান। আজ হ্যাংঝৌয়ের জুট ক্রিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভারত বাংলাদেশকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয়। পরের সেমিফাইনালে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটের জয় তুলে ফাইনালে উঠে। স্বাভাবিকভাবে ভারতের মতো আফগানিস্তানও এশিয়ান গেমস টি-টোয়েন্টি ক্রিকেটে স্বর্ণ পদকের দাবিদার।আজ ভারত টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়।বাংলাদেশ কুড়ি ওভারে নয় উইকেটে ৯৬ রান তুলে। যার মধ্যে জাকির আলি ২৪ (অপ:), পারভেজ হুসেন ২৩ রান করে।ভারতের পক্ষে রবি শ্রীনিবাসন সাই বারো রানে তিনটি এবং ওয়াশিংটন সুন্দর পনেরো রানে দুই উইকেট পায়। জবাবে ভারত যশস্বী জয়সওয়ালকে (০) শুরুতে হারালেও তিলক ভার্মার ২৬ বলে অপরাজিত বাহান্ন ও ঋতুরাজ গাইকোয়াড়ের ছাব্বিশ বলে অপরাজিত চল্লিশ সৌজন্যে ৯.২ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত।এদিকে, দিনের অন্য সেমিফাইনালে আফগানিস্তান টস জিতে পাকিস্তানকে প্রথম ব্যাট দেয়।পাকিস্তান আঠারো
ও ভার খেলে ১১৫ রানই তুলতে পারে। দলের পক্ষে ইউসুফ ২৪, নাজির ১০, জামাল ১৪ রান করে।এফ আহমেদ ১৫/৩, কে আহমেদ ১৫/২ সফল বোলার।জবাবে আফগানিস্তান ১৭.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।দলের পক্ষে নূর আলম ৩৯ (৩৩),গুলাব নাইব ২৬ (অপ:) রান করে দলকে ফাইনালে তুলে।আরাফাত ও ওসমান দুটি করে উইকেট পায়।এদিকে, পাকিস্তানকে হারিয়ে পুরুষদের কাবাডি ফাইনালে উঠে স্বর্ণ বা রৌপ্য পদক জয় নিশ্চিত করলো ভারত।ফাইনালে প্রতিপক্ষ চাইনিজ তাইপেং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *