স্বচ্ছ ও নির্ভুল বিদ্যুৎ পরিষেবায় শুরু হলো স্মার্ট প্রিপেইড মিটার!!
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের আগরতলা ১ নম্বর সার্কেলের অফিস সমূহ বুধবার পোস্টপেইড থেকে প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থায় পা রাখল। নিগমের কর্পোরেট কার্যালয়ের এনওএমসি কক্ষে এই ব্যবস্থার উদ্বোধন করেন ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এজিএম রেভিনিউ মিতা সাহা, এজিএম ডিপিএনসি শিবির দেববর্মা, আগরতলা এক নম্বর সার্কেলের এজিএম প্রদীপ সূত্রধর, ২ নম্বর সার্কেলের এজিএম বিক্রম দেববর্মা, ডিজিএম ডিপিএনসি সন্দীপ নন্দী মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা।
বিদ্যুৎ ভোক্তা বান্ধব এই ব্যবস্থার উদ্বোধন করে নিগমের ব্যবস্থাপক অধিকর্তা স্পষ্ট করে দেন – এটাই ভবিষ্যৎ। প্রথম ধাপে এক নম্বর সার্কেলের কার্যালয়গুলো প্রিপেইড স্মার্ট মিটারে স্থানান্তরিত হয়েছে। পরে ধাপে ধপে নিগমের অন্য সার্কেল, সরকারী * দপ্তর, শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকরাও এই সুবিধার আওতায় আসবেন। তিনি আরো জানান, প্রিপেইড স্মার্ট মিটার মানে ভোক্তার হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। কত ইউনিট ব্যবহার হলো, কত ব্যালেন্স আছে, কখন রিচার্জ দরকার সবকিছু ভোক্তা প্রতিদিন দেখতে পারবেন। কোনো আন্দাজ নয়, কোনো দৌড়াদৌড়ি নয়। বিল ভুল হওয়ার আশঙ্কা নেই, কারণ মিটার মিজেই হিসেব রাখবে। আরেকটা বড় স্বস্তি – মিটার রিডারের অপেক্ষায় থাকতে হবে না। এক অ্যাপেই সব। যখন খুশি, রাত হোক বা ভোর, গ্রাহক রিচার্জ করে নিতে পারবেন। বিদ্যুৎ ব্যবহারের হিসাব চোখের সামনে থাকায় স্বভাবতই অপচয় কমবে, বাড়বে সচেতনতা। মানুষ নিজের খরচ নিজের মতো সাজিয়ে নিতে পারবেন, যা শেষ পর্যন্ত সাশ্রয়ের পথ খুলবে। বিদ্যুৎ নিগমের এই উদ্যোগ শুধু প্রযুক্তির আপডেট নয়, ভোক্তাদের জীবনকে একটু সহজ করে দেওয়ার প্রচেষ্টা। যেখানে পরিষেবা হবে নির্ভুল, বেশি স্বচ্ছ, আর নিয়ন্ত্রণ থাকবে সরাসরি ভোক্তার হাতে।