August 3, 2025

সেরা দীপায়ন-রাজদীপা, রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত।

 সেরা দীপায়ন-রাজদীপা, রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত।

অনলাইন প্রতিনিধি || রাজ্য যুগ্ম প্রবেশিকা তথা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।সোমবার দুপুরে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের সভাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।মোট তিনটি ওয়েবসাইটে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর এবং যুগ্ম প্রবেশিখা পর্ষদ তথা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে এ সংক্রান্ত তথ্য দেওয়ার কথা জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে। বলা হয়েছে এ বছর, ২০২৩ সালে রাজ্য যুগ্ম প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৫৬৩৬ জন পরীক্ষার্থী।তার মধ্যে পদার্থ বিদ্যা, রসায়ন শাস্ত্র এবং অঙ্কে (সাধারণভাবে পরিচিত পিসিএমে) পরীক্ষায় বসেছে ২৭০৫ জন পরীক্ষার্থী।পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র ও জীব বিদ্যায় (সাধারণভাবে পরিচিত পিসিবি) পরীক্ষায় বসেছে ৪৬৮১ জন পরীক্ষার্থী। বহু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে উভয় বিভাগে। পদার্থ বিদ্যা, রসায়ন শাস্ত্র এবং অঙ্ক বিভাগের প্রথম তিন স্থানাধিকারীর মধ্যে রয়েছে যথাক্রমে দীপায়ন কর্মকার, আয়ুষ্মান সাহা এবং উদয় সাহা। পদার্থ বিদ্যা, রসায়ন শাস্ত্র এবং জীবন বিজ্ঞান বিভাগে প্রথম তিন স্থানাধিকারীর মধ্যে রয়েছে যথাক্রমে রাজদীপা সূত্রধর, আয়ুষ্মিতা দাস এবং মারি দেববর্মা।এবার মোট পনেরোটি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *