নেপালের অশান্তির জেরে মাঝ রাতে হঠাৎ উত্তরকন্যায় হাজির মমতা!!
সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বিমানবন্দর!!

অনলাইন প্রতিনিধি :- বিক্ষোভকারীরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী বিমানবন্দরকে নিজেদের নিয়ন্ত্রণে নেন। বর্তমানে আংশিক স্থগিত রয়েছে পরিষেবা। ইন্ডিগো ও নেপাল এয়ারলাইন্স ইতিমধ্যেই দিল্লি-কাঠমাণ্ডু বিমান পরিষেবা স্থগিত রেখেছে। প্রতিদিন এয়ার ইন্ডিয়ার ছয়টি বিমান এই পথেই পরিষেবা দেয়। তবে মঙ্গলবার ওই বিমান সংস্থা চারটি বিমান বাতিল করেছে।শুধুমাত্র বিমানবন্দরই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নয় নেপাল সরকারের প্রধান সচিবালয়ও ভবনও রয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।