October 30, 2025

সীমান্তে কড়া নজর রাখতে বিএসএফ এসডিজির নির্দেশ!!

 সীমান্তে কড়া নজর রাখতে বিএসএফ এসডিজির নির্দেশ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা বজায় রাখতে জওয়ানদের নির্দেশ দিয়েছেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের স্পেশাল ডিরেক্টর জেনারেল (এসডিজি) মহেশ কুমার আগরওয়াল। তিনদিনের সফর শেষে বুধবার সন্ধ্যায় বিমানে কলকাতা ফিরে যান তিনি। বিএসএফ শালবাগান সদর দপ্তর জানিয়েছে, শ্রীআগরওয়াল তিনদিনের রাজ্য সফরে এসে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও পুলিশ মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাজ্যের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।আরও কী কী করা দরকার এই বিষয়েও স্পেশাল ডিরেক্টর জেনারেল আলোচনা করেছেন। সফরে এসডিজি ধলাই, খোয়াই ও ঊনকোটি জেলার সীমান্ত চৌকি পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।তিনি রাজ্যের সীমান্তে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিএসএফ জওয়ানদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। প্রহরি সম্মেলনে বিএসএফ অফিসারদের সঙ্গে সীমান্তে জওয়ানদের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। তিনি বিএসএফ অফিসারদের রাজ্যের সীমান্তে উচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রাখতেও নির্দেশ দেন।উল্লেখ্য, খোয়াই সীমান্তে চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে মারা যায় তিন বাংলাদেশি চোর। তারা বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করেছিল। এই ঘটনায় বাংলাদেশ সরকার তদন্তের দাবি তুলেছে। বাংলাদেশের দাবি ছিল, ভুলে তিনজন সীমান্ত অতিক্রম করেছিল। তারা গরু চোর বলে তারা স্বীকার করেনি।
এছাড়া রাজ্য হয়ে বাংলাদেশি, রোহিঙ্গাদের অনুপ্রবেশ থামছে না। এই পরিস্থিতিতে বিএসএফের ইস্টার্ন কমান্ডেন্টের স্পেশাল ডিজির এই সফর উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। তিনি তিনদিনের সফরে গত ২৭অক্টোবর রাজ্যে আসার পরই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার সঙ্গে দেখা করেছিলেন।পরে নিজে সীমান্তের অবস্থা পর্যালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *