সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা। ভারতীয় সেনার দাবি, “বিনা প্ররোচনায় পাকিস্তান সেনার এই গোলাবর্ষণে তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। পাকিস্তানের
মৃত তিন সাধারণ নাগরিকের মধ্যে একজন মহিলা। মৃতদের নাম মহম্মদ আদিল, সেলিম হুসেন এবং রুবি কৌর। কুপওয়ারার সালামাবাদ গ্রামে পাক সেনার গুলিতে কমপক্ষে পাঁচজন সাধারণ নাগরিক জখম হয়েছেন। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।