ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
সিএএ ইস্যুতে পিছু হটবে না মথাঃ প্রদ্যোত

সিএএ ইস্যুতে দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে এক করে দেখলে হবে না ত্রিপুরা এবং আসামকে । ‘ তিপ্ৰা মথা এজন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে একটি আবেদনও দাখিল করে । সোমবার বিষয়টি সর্বোচ্চ আদালতে উত্থাপনের কথা রয়েছে । এর আগে রবিবার দুপুরেই দিল্লীতে আইনজীবী সলমন খুর্শিদের সাথে দেখা করেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ সহ আরও অনেকে । বিষয়টি নিয়ে তারা বেশ কিছুক্ষণ সময় আলোচনা করেন তার সাথে । পরে প্রদ্যোত বলেন , প্রতিশ্রুতি থেকে একবিন্দু সরে আসবেন না তারা । সিএএ ইস্যু থেকেও যে তারা কোনও অবস্থাতেই সরে আসছেন না তাও এদিন আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি । পাশাপাশি বললেন , দলের জন্য নয় , জাতির জন্যই কাজ করবে তিপ্রা মথা । যে সব নেতা কিংবা নেতৃত্বরা নিজের কথা না ভেবে সমগ্র তিপ্রাসার জন্য এবার অন্তত একটা সাংবিধানিক সমাধান বের করতে লড়াই আন্দোলনে শামিল হবে , তাদেরকেই চায় মথা । বললেন , সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ ।