September 21, 2025

সাড়ে চার বছরে মাত্র একবার রাজ্যভিত্তিক সাঁতারের আয়োজন

 সাড়ে চার বছরে মাত্র একবার রাজ্যভিত্তিক সাঁতারের আয়োজন

অভিযোগ রাজ্যে পালা বদলের পর গত সাড়ে বছরে রাজ্য সাঁতারে এক অচল অবস্থা সৃষ্টি হয়েছে । রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পাশাপাশি ত্রিপুরা ক্রীড়া পর্ষদের নতুন কমিটি গঠন হলেও রাজ্য সাঁতারের কোন উন্নতি হয়নি বলা চলে । রাজ্য মন্ত্রিসভার এক প্রভাবশালী মন্ত্রীকে মাথায় রেখে ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হলেও আদতে সুইমিংয়ের কোনও উন্নতি ও প্রসার হয়নি গত সাড়ে চার বছরে । এমনকি গত সাড়ে চার বছরের এই সময়ে একবার – ই রাজ্য আসর হয়েছে । এছাড়া সুইমিংয়ে মহকুমা ও জেলাস্তরের আর কোনও কম্পিটিশন হয়নি বা সুইমিং এ নতুন করে ছেলে মেয়ে সাঁতারু তৈরি করা হয়নি । এর জন্য রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর , ত্রিপুরা ক্রীড়া পর্ষদ ও ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের পুরোপুরি ব্যর্থতা বলে মনে করছেন ক্রীড়ামহল । আর তাদের এই ব্যর্থতার সুযোগ নিয়ে রাজ্যে গজিয়ে উঠা অবৈধ সুইমিং অ্যাসোসিয়েশনের নামধারী কিছু লোক বাঁকা পথে জাতীয় আসরে টিম পাঠিয়ে দিচ্ছে । যেখানে দিবা নিদ্রায় ক্রীড়া দপ্তর , ত্রিপুরা ক্রীড়া পর্ষদ ও ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশন । জানা গেছে এবারও সেই ব্যর্থতার সুযোগ নিয়ে রাজ্যের একটা চক্র বাঁকা পথে গুয়াহটিতে অনুষ্ঠিত হতে চলা এক জাতীয় আসরে টিম পাঠিয়ে দিয়েছে । যতদূর খবর আগামীকাল থেকে গুয়াহাটিতে পাঁচদিনের জাতীয় সিনিয়র সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে যা ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । জানা গেছে , উদয়পুর থেকে ১৫ জন সাঁতারুকে নিয়ে একটি টিম গঠন করে গুয়াহাটিতে জাতীয় আসরে খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে । তবে এই বিষয়ে ক্রীড়া দপ্তর , ত্রিপুরা ক্রীড়া পর্ষদ না ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশন কারোর কাছে কোনও খবর রয়েছে । এমনকি রাজ্যের অনেক সিনিয়র সাঁতারুদের কাছে এনিয়ে কোন খবর নেই । রাজ্যের প্রাক্তন ও বর্তমান সিনিয়র সাঁতারুদের অভিযোগ , ক্রীড়া দপ্তর , ত্রিপুরা ক্রীড়া পর্ষদ ও ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের ব্যর্থতার কারণে রাজ্যে সাঁতারে গত সাড়ে চার বছরে এক অচল অবস্থা সৃষ্টি হয়েছে । ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশন নামেই রয়েছে । গত সাড়ে চার বছরে অ্যাসোসিয়েশনে কোন অ্যাক্টিভিটিস নেই । অনেকেরই বক্তব্য যে স্বশাসিত ক্রীড়াসংস্থাগুলোর কাজ কর্মের উপর নজরদারি ও তাদের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে নিয়মিত খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ত্রিপুরা ক্রীড়াপর্ষদের । তবে এনিয়ে নাকি কোন হেলদোল নেই ত্রিপুরা ক্রীড়া পর্ষদের । এক সময় রাজ্য সুইমিং একটা ভালো জায়গায় ছিলো । জাতীয়স্তরে সাফল্য ছিলো । তবে বর্তমানে রাজ্যের সুইমিং সেই আগের জায়গায় নেই । যদিও রাজ্যে বহু প্রতিভাবান সাঁতারু রয়েছে । তাদের তুলে আনার ক্ষেত্রে কোনও রকম উদ্যোগ নিচ্ছে না অ্যাসোসিয়েশন । গত সাড়ে চার বছরে সুইমিংয়ের কোনও কম্পিটিশন ঠিকভাবে হচ্ছে না । জাতীয় স্তরের বিভিন্ন আসরে টিম পাঠানোর তরফে অ্যাসোসিয়েশন কোনও উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না । আর এতে করে রাজ্যের প্রকৃত সাঁতারুরা বঞ্চিত হচ্ছে । আর তার সুযোগ নিয়ে বাঁকা পথে একটা চক্র বিভিন্ন সময় জাতীয় স্তরের বিভিন্ন আসরে টিম পাঠিয়ে দিচ্ছে । এবারও সেই কায়দায় গুয়াহাটিতে জাতীয় সিনিয়র আসরে উদয়পুর থেকে কয়েকজন সুইমারকে নিয়ে টিম করে পাঠিয়ে দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *