August 2, 2025

সামান্য বৃষ্টিতেই বেহাল সড়ক!!

 সামান্য বৃষ্টিতেই বেহাল সড়ক!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || সামান্য বৃষ্টিতেই বানভাসি অবস্থা অমরপুর-নতুন বাজার সড়কের। সড়ক তো নয় যেন নদী। ফলে যানবাহন চালকও নিত্যযাত্রীরা প্রচন্ড দুর্ভোগের শিকার। দীর্ঘ বছর ধরে অমরপুর ট্রাইজংসন থেকে দলুমাস্হিত টিএসআর সদর কার্যালয় পর্যন্ত পৌনে পাঁচ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা হয়ে আছে। কিন্তু সড়কটির রক্ষনাবেক্ষনের দায়িত্বপ্রাপ্ত নির্মান সংস্থা এনএইচআইডিসিএলের কর্মকর্তাদের কার্যকরী পদক্ষেপ নেই। ওই সড়কের উপর দিয়ে কোন ভিআইপি কিংবা ভিভিআইপিদের যাতায়াতের সংবাদ না পাওয়া পর্যন্ত সড়কটির সংস্কারের কোন প্রয়োজন মনে করেননা নির্মান সংস্হা। ফলে ক্ষুব্দ ওই সড়কে যাতায়াতকারী নিত্যযাত্রী, যানবাহন চালক সহ ভুক্তভোগী জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *