August 3, 2025

সামগ্রিক উন্নয়ন নিয়ে কথোপকথন, মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগন!!

 সামগ্রিক উন্নয়ন নিয়ে কথোপকথন, মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগন!!

অনলাইন প্রতিনিধি :-সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শুক্রবার মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড.এল মুরুগন।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সরকারী বাসভবনে গিয়ে এক সৌজন্য সাক্ষাতের সময়ই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার কাছ থেকে রাজ্যের বিশেষ করে উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্বন্ধে জানতে চান। যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেসব ক্ষেত্রে প্রয়োজনভিত্তিতে সাহায্যেরও আশ্বাস দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী নিজেও প্রতিমন্ত্রীর – সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান। দপ্তর সূত্রে খবর রাজ্যের চা শিল্প, বাঁশ, রাবার শিল্পের উন্নয়ন নিয়েও ব্যাপক আলোচনা হয়। কার্যত রাজ্যে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং রোজগার বৃদ্ধির ক্ষেত্রে সরকারী বিভিন্ন প্রচেষ্টাগুলির সফল বাস্তবায়ন নিয়েই কথোপকথন হয় তাদের মধ্যে। আলোচনা হয় কিষান সম্মান নিধি, ফসল বিমা যোজনা এবং এমন আরও বিভিন্ন বিভিন্ন প্রকল্প নিয়ে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল সব বিষয়েই রাজ্যের অগ্রগতি সম্পর্কে জানতে চান কেন্দ্রীয় মন্ত্রী। পরিশেষে রাজ্যের সামগ্রিক উন্নয়নের বহর দেখে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. মুরুগন। উল্লেখ্য, বৃহস্পতিবারই রাজ্যে আসেন কেন্দ্রীয়মন্ত্রী। তিনি দক্ষিণ ত্রিপুরা জেলার একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন এবং রাতেই তিনি রাজ্য ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *