August 3, 2025

সম্পাদকের প্রয়ান দিবসে শ্রদ্ধার্ঘ্য

 সম্পাদকের প্রয়ান দিবসে শ্রদ্ধার্ঘ্য

আজ ৯ ই সেপ্টেম্বর। উত্তর পূর্বাঞ্চলের সংবাদ জগতের প্রবাদ প্রতিম পুরুষ তথা ত্রিপুরার অগ্রণী সংবাদ পত্র দৈনিক সংবাদের প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা সম্পাদক ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের ২৬তম প্র‍য়ান দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়।

এদিন আগরতলা বিদুরকর্তা চৌমুহনীস্থিত দৈনিক সংবাদ ভবনে প্রয়াত সম্পাদকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, ট্রাস্টের সচিব তথা দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক, নর্থইস্ট কালার্স পত্রিকার সম্পাদক সঞ্জীব দেব সহ দৈনিক সংবাদ ও ইমপ্রিন্টের সমস্ত কর্মীরা। প্রয়াত সম্পাদকের প্রয়ান দিবসে প্রতিবছরের মতো এবছরও রাজধানীর শিশুবিহার স্কুল সংলগ্ন শিশুগৃহ, নতুননগর শিশুগৃহ, উদয়পুর শিশুগৃহ এবং বড়জলা অবলম্বন বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধাদের দুপুরের ভোজন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রয়াত সম্পাদকের আত্মার চিরশান্তি কামনা করে অবলম্বন বৃদ্ধাশ্রমে বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়। এদিন দুপুরে অবলম্বন বৃদ্ধাশ্রমে গিয়ে প্র‍য়াত সম্পাদকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ বৃদ্ধাশ্রমের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *