August 3, 2025

সম্পর্ক সে সমর্থন!! দুই বিশিষ্ট নাগরিকের বাড়িতে নাড্ডা।

 সম্পর্ক সে সমর্থন!! দুই বিশিষ্ট নাগরিকের বাড়িতে নাড্ডা।

অনলাইন প্রতিনিধি || প্রধানমন্ত্রীর ৯ বছর পূর্তি উপলক্ষে ‘সম্পর্ক সে সমর্থন’ কর্মসূচীর অঙ্গ হিসেবে শনিবার রাজ্যের দু’জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা সহ অন্যান্যরা। এদিন সকালে তিনি প্রথমে যান বিজয় কুমার চৌমুহনীতে, রাজ্যের বিশিষ্ট লেখক ও টি পি এস সি’র প্রাক্তন চেয়ারম্যান মানষ দেববর্মণ এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী তিথি দেববর্মনের বাড়িতে। তারপর যান জাতীয় জিমনাস্টিক কোচ বিশ্বেশ্বর নন্দীর প্রগতি রোড স্থিত বাড়িতে। তাঁদের দুজনের হাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র ৯ বছরের সমস্ত উন্নয়নমূলক কাজ সম্বলিত একটি বই তুলে দেন জে.পি নাড্ডা। পাশাপাশি তাঁদের উভয়ের সঙ্গেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে সেখান থেকে কনভয়ে সরাসরি চলে যান আগরতলা বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে রওয়ানা হবেন বিলোনিয়া শান্তিরবাজারের উদ্দেশ্যে। সেখানে একটি জনসভায় রাজ্যবাসীকে সম্বোধন করবেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *